আপনারা যে প্রশ্নগুলো এতদিন ধরে করেছেন তার কিছু উত্তর দেওয়া হল
আমার ব্রডব্যান্ড এর সর্বোচ্চ স্পীড হল তিন এমবিপিএক্স "3Mbps" তবে ইদানীং ৬০ এমবিপিএস পর্যন্ত আমি পেয়েছি । যা আপনাদের মাঝে আমি সেই স্পিড দিয়ে থাকি
হ্যাঁ ছাড় পাওয়া যাবে । তবে সেটি এই মাসের অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর ১৯ তারিখ পরজন্তু প্রযোজ্য । এখন ৫০% ছাড় এ আপনিও যুক্ত হতে পারবেন আমার ওয়াইফাই এ ।
না । আপনাকে ১৯ তারিখ এ লাইন বা ওয়াইফাই কানেক্ট করে নিবেন আবার ১৯ তারিখ এ বিল দিয়ে পরের মাসের জন্য চালানোর বাবস্থা করে নিবেন । সেক্ষেত্রে আপনি কত তারিখ এ আমার থেকে কানেক্ট করে নিলেন সেটা দেখার বিষয় আমার না । আমি ১৯ তারিখ থেকে ১৯ তারিখ মোতাবেক চলি । তবে আমি চিন্তা করছি ১৯ তারিখ পরিবর্তন করে ১ তারিখ করে নিব ।
জ্বি যদি আপনি কোন প্রকার সমস্যা অনুভব করে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন ফেসবুক মেসেঞ্জার গ্রুপে ।
হ্যাঁ অবশ্যয় যাবে । যাবে না কেন । যাবে না বলে কিছু কথা নেই । ওয়াইফাই বিল না দিয়ে যদি আপনি ফ্রী চালাতে চান তাহলে প্রতি বৃহস্পতিবার আসা পরজন্তু অপেক্ষা করুণ । তাই বলে মনে করবেন না সারাদিন ফ্রী থাকবে মাত্র ২০ মিনিট এর জন্য ফ্রী থাকবে । সময়টিও জেনে দেই ১১ঃ৪০ থেকে ১২ঃ০০ টা 🙋♂️🙋♂️
না । প্রতিমাস এর জন্য আপনাকে ১০০ টাকা পরিশোধ করতে হবে । বিল অগ্রিম দিতে হয় । আমি আপনাদেরকে মাস পুরলেও বিল নিতে পারতাম কিন্তু নেই না কারণ আপনিই ১ মাস ব্যাবহার করে বলতে পারেন কয়েকদিন পর নিয় । আমি কোন প্রকার ঝামেলাতে জড়াতে চাইনা । আর সবচেয়ে বড় কথা আমাকে মাসের প্রথম এ টাকা দিয়ে লাইন নিতে হয় সুতরাং আমি আপনাকে মাস পূরণ করে দিয়ে টাকা নিতে পারব না
প্রতিমাসে আপনি ওয়াইফাই চালাতে চাইলে ১০০ টাকা দিতে হবে ।
আমার ওয়াইফাই রাউটারটি ২.৬ গিগাহার্জ এর । এর চেয়ে বেশি দেওয়া সম্ভব না । ২.৬ গিগাহার্জ যখন ফুল দিতে পারে তখনি সিগনাল ফুল দেখায় । আর ঘরে গেলে সেটা কমে যায় আর সিগনাল কম দেখায় । আশা করি বুঝেছেন ।
৮